বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাটেকনাফে এক জেলে তাজা গ্রেনেড উদ্ধার করেছে

টেকনাফে এক জেলে তাজা গ্রেনেড উদ্ধার করেছে

শামসুল আলম শারেক  , টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে একটি তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

নাফ নদে মাছ শিকার কালে সাবরাংয়ের নয়াপাড়ার মো. ওমর ফারুক (১৩) ভাসমান একটি ব্যাগের ভিতর থেকে গ্রেনেডটি উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘র কাছে হস্তান্তর করে।

জানা যায়, রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯ টার সময় টেকনাফ ব্যাটালিয়নের সাবরাং বিওপির সীমান্ত পিলার ৪ হতে আনুমানিক ১.৫ কিলোমিটার উত্তরে ওবিএম পোষ্ট এর সামনে নাফ নদীতে স্থানীয় জনৈক ব্যাক্তি ঠেলা জাল দিয়ে মাছ শিকার করছিল। এসময় নাফ নদীতে ভাসমান একটি ব্যাগ দেখতে পায়। পরে ব্যাগটি উদ্ধার করে খুলে দেখলে প্রাইমিং করা এ গ্রেনেড পায়। পরে সকাল ৯ টারদিকে গ্রেনেডটি সাবরাং বিওপিতে জমা দেয়।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, নাফনদীতে এক জেলে মাছ শিকারের সময় একটি ভাসমান অবস্থায় ব্যাগ পায়। ব্যাগটি খুলে একটি প্রাইমিং করা একটি তাজা হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়। গ্রেনেডটি সাবরাং বিওপির কাছে জমা দেয়।##

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments