
শামসুল আলম শারেক,টেকনাফ( কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফ উপজেলার উপূলীয় ইউনিয়ন বাহারছড়া শাপলাপুর সংলগ্ন বঙ্গোপ সাগরে এক জেলের জালে ধরা পড়ে ১০ মণ ওজনের তলোয়ার মাছ।
২৪ এপ্রিল বুধবার সকালে শাপলাপুর সংলগ্ন বঙ্গোপ সাগরে মাছ ধরতে যাওয়া জেলে আবুতৈয়বের জালে এমাছ টি ধরাপড়ে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছেন।
খবর পেয়ে এলাকার শত শত উৎসুক জনতাঐমাছ টি দেখার জন্য ভীড় জানাই। মাছ টিকে টেকনাফের ভাষায় তলোয়ার মাছ বললেও তার আসল নাম হল পাখি মাছ। স্থানীয় বোট মালিক সমিতির সভাপতি মোঃ বেলাল উদ্দিন বলেছেন মাছটি ১০ মণ ওজনের এই মাছ টা ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
এব্যপারে টেকনাফ উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন
বিগত দিনে জেলেরা সাগরে আরোপ করা মাছ ধরা বন্ধের সরকারী বিধি নিষেধ মেনে চলায় বিভিন্ন প্রকার মাছ বড় হয়েছে,এখন জেলেরা তার সু ফল পাচ্ছে।