বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাটেকনাফে পুলিশের অভিযানে ১ লক্ষ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, ইজিবাইক জব্দ, আটক-১

টেকনাফে পুলিশের অভিযানে ১ লক্ষ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, ইজিবাইক জব্দ, আটক-১

শামসুল আলম শারেক,টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি ইজিবাইকও (টমটম) জব্দ করা হয়।

আটককৃত মাদক কারবারি হলেন, টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড শীলবনিয়া পাড়া এলাকার মো: ইউনুছের ছেলে নুরুল ইসলাম প্রকাশ নুরু (৩৫)।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ মডেল থানার কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং এর মাধ্যমে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ) সার্কেল রাসেল( পিপিএম সেবা) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি মাদকের বড় চালান পাচার হতে পারে। এমন সংবাদে টেকনাফ থানা পুলিশের একটি বিশেষ টিম টেকনাফ সদরের শীলবনিয়া পাড়া টেকনাফ- শাহপরীরদ্বীপ সড়কে অবস্থান করেন। পরবর্তীতে একটি ইজিবাইক (টমটম) মোস্তফা হাজীর ফসলী জমিতে ইজিবাইকটি নামিয়ে দিয়ে পালানোর সময়  মাদক কারবারি নুরুল ইসলাম প্রকাশ নুরুকে আটক করা হয়। তার স্বীকাররোক্তি অনুযায়ী ইজিবাইক থেকে প্লাস্টিকের একটি ড্রাম উদ্ধার করা হয়। ড্রামটি খুলে গণনা করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন,আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments