
শামসুল আলম শারেক,টেকনাফ( কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফ সীমান্তের দমদমিয়া এলাকার পাশ্ববর্তী পূর্বে মিয়ানমার সীমান্তের কেয়ারীপ্রাংও মাঙ্গালা এলাকায় সেদেশের আভ্যন্তরীন চলমান যুদ্ধে গত মঙ্গলবার রাত ৯ টারদিকে ঘন্টাব্যাপী,থেমে থেমে মর্টারশেলও গুলাগুলির ঘটনা ঘটে।
এঘটনায় মিয়ানমারের ওপারে দূপক্ষের মাঝে ছোড়া একটি বুলেট বাংলাদেশ আভ্যন্তরীন জাদিমুরা ক্যাম্প-২৭ এর সি আই সি অফিসের দরজায় এসে লাগে।
তবে রাত্রিকালীন ঘটনা হওয়ায় কোন হতাহত হয়নি।
ক্যাম্প-২৭ এর সি আই সি ( ক্যাম্প ইনচার্জ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল হান্নান এঘটনার
সত্যতা নিশ্চিত করেছেন।