বাড়িঢাকা বিভাগটাঙ্গাইল জেলাডাক বাংলা কাব্য পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ) পাচ্ছেন যাঁরা

ডাক বাংলা কাব্য পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ) পাচ্ছেন যাঁরা

কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি
ডাক বাংলা সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত ‘ডাক বাংলা কাব্য পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ)’ প্রদানের জন্য কাব্য সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন পাচ্ছেন ‘ডাক বাংলা কাব্য পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ)’। গত ০৭ ডিসেম্বর ২০২৪ খ্রি. রোজ শনিবার বিকাল ০৪:০০ ঘটিকায় একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘ডাক বাংলা কাব্য পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ)’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরস্কার প্রদানের স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
যারা ‘ডাক বাংলা কাব্য পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ)’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:
১. কাজী মারুফুজ্জামান (কবি ও সংগঠক), 
২. লুৎফুর রহমান তারেক (কবি ও সংগঠক),
৩. মোঃ কামরুজ্জামান লিটু (কবি, গীতিকার ও সংগঠক), 
৪. এম এ জলিল (কবি ও সংগঠক), 
৫. মোঃ টিটুল হোসেন (কবি ও সংগঠক), 
৬. ইমাম শিকদার (কবি, গীতিকার ও সংগঠক), 
৭. মোঃ বুলবুল হোসেন (কবি ও সংগঠক), 
৮. কে এম ওসমান গনি (কবি ও সংগঠক), 
৯. অর্পিতা মজুমদার (কবি ও সংগঠক), 
১০. আকাশ সরকার (কবি ও সংগঠক), 
এই প্রসঙ্গে ‘ডাক বাংলা কাব্য পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ)’ কমিটির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ ছয় মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে কাব্য সাহিত্যে এই ১০ জনকে পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’
উল্লেখ্য যে, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করার লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয় ডাক বাংলা সাহিত্য একাডেমি। এই একাডেমিতে বিশুদ্ধ সাহিত্যচর্চার পাশাপাশি নতুন লেখকের পরিচর্যা, নবীন-প্রবীণের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সাহিত্যের কাব্য বিভাগে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে প্রবর্তন করা হয় ‘ডাক বাংলা কাব্য পুরস্কার (৪র্থ ধাপ)’।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments