নাসির উদ্দিন ,মাদারীপুর উপজেলা প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার(৭ফেব্রুয়ারি)সকালে উপজেলার পশ্চিম বোতলা গ্রামে এ ঘটনা ঘটে।এঘটনায় শিশুটির মা বাদী হয়ে আজ বিকেলে ইউনুস বেপারীর বিরুদ্ধে ডাসার থানায় অভিযোগ দায়ের করেছেন।শিশুটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী।
শিশুটির মা অভিযোগ করেন,বুধবার সকালে তাঁর মেয়ে দোকানে বাড়ীর পাশে মোস্তফার মুদি দোকানে নুডুলস ও ডিম কিনতে যাওয়ার পথে ইউনূস বেপারী কৌশলে পশ্চিম বোতলা গনি খাঁরপাড় তার মুরগির পল্টি ফার্মে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে।এসময় তাঁর মেয়ে চিৎকার করলে ইউনুস বেপারী তাঁকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।ঘটনার পরে মেয়েটি তার বাড়ীতে এসে জানায়।"
এ বিষয়ে ডাসার থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন,বিষয়টি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা।ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। আসামীকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।