বাড়িবাংলাদেশেঢাকা বিভাগডাসারে মরণ ফাঁদ সেতু, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে কয়েক এলাকার মানুষ

ডাসারে মরণ ফাঁদ সেতু, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে কয়েক এলাকার মানুষ

নাসির উদ্দিন,মাদারীপুর উপজেলা প্রতিনিধিঃ  ডাসারে মরণ ফাঁদ সেতু, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে কয়েক এলাকার মানুষ মাদারীপুরের ডাসারে একটি কাঠের সেতু বেহাল দশার কারণে চরম ভোগান্তি আর ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে স্কুলের শিক্ষার্থীরা ও কয়েক গ্রামের মানুষ।

বৃহস্পতিবার সরজমিনে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর চৌমহনী গিয়ে দেখা গেছে, উপজেলা পরিষদের অর্থায়নে প্রায় একযুগ আগে নির্মিত সেতুটি লোহার খুটি হেলে পড়ার উপক্রম। সেতুটির উপর অংশের পাটাতনের কিছু কাঠ পঁচে ধসে পরেছে।সেতুটির উপরের নেই কোন রেলিং। যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা গেছে কোমলমতি শিক্ষার্থীদের।এছাড়া জীবিকার তাগিদে প্রতিদিন মটর চালিত ভ্যান, অটোরিকশা, মটরবাইক ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ। জনসাধারণের চলাচলের একটি মাধ্যম সেতুটি এখন জনদূর্ভোগে রুপ নিয়েছে।সেতুটি দ্রুত সংস্কারের দাবী প্রাণের জানান এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা সুজন মজুমদার ও প্রেমানন্দন জানান আমাদের শশিকরের চৌমুহনী সেতু খুবই ঝুঁকিপূর্ণ।কাঠের সেতুটি হেলে গেছে। উপরের পাটাতনের কাঠ ধসে পড়েছে।যেকোন সময় সেতুটি ভেঙে যেতে পারে। যাতায়াতের জন্য প্রতিদিন কাঠের সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। সেতুটি দ্রুত সংস্কারের দাবী জানাই।”

এবিষয়ে নবগ্রাম ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, সেতুটি  অনেক পুরোনো। উপজেলা পরিষদের অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়েছিল।বর্তমানে সেতুর লোহার পিলার খালের মধ্যে নুয়ে পড়ছে। উপরের পাটাতনের  কাঠও ঠিক মত নেই। গ্রামের হাজারো মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। নতুন একটি সেতু দরকার।আমি সংশ্লিষ্ট দফতরে বিষয়টি উল্লেখ করছি।

এবিষয়ে উপজেলা এলইজিডির প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, ইতোমধ্যে সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেতুটি দ্রুত প্রকল্প বাস্তবায়ন হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments