বাড়িবাংলাদেশেখুলনা বিভাগডিবি'র অভিযানে ০৪-বোতল বিদেশী মদসহ গ্রেফতার-০১

ডিবি’র অভিযানে ০৪-বোতল বিদেশী মদসহ গ্রেফতার-০১

মোঃ জাকির হোসেন, শার্শা,যশোর:

কোতয়ালী থানা যশোর এলাকায় ডিবি পুলিশের অভিযানে ১০/০৫/২০২৪ ইং তারিখ,রোজ:শুক্রবার, রাত ২২.৫০ ঘটিকার সময়, যশোর জেলার কোতয়ালী থানাধীন চাঁচড়া বাজার মোড়ের মাছ বাজারের সামনে মাগুর পট্টিগামী পিচের রাস্তার উপর হতে,

১। মোঃ শাকিল (২৮) পিতা-মোঃ মতিয়ার রহমান, মাতা-লিপি খাতুন, সাং-দৌলতপুর সর্দার পাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।আসামি কে, ০৪-বোতল বিদেশী মদসহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মূল্য অনুমান =২২,০০০/- টাকা।

এ সংক্রান্ত এসআই(নিঃ) শেখ আবু হাসান বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় একটি মাদক মামলার এজাহার দায়ের করেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments