
মোঃ জাকির হোসেন, শার্শা,যশোর:
কোতয়ালী থানা যশোর এলাকায় ডিবি পুলিশের অভিযানে ১০/০৫/২০২৪ ইং তারিখ,রোজ:শুক্রবার, রাত ২২.৫০ ঘটিকার সময়, যশোর জেলার কোতয়ালী থানাধীন চাঁচড়া বাজার মোড়ের মাছ বাজারের সামনে মাগুর পট্টিগামী পিচের রাস্তার উপর হতে,
১। মোঃ শাকিল (২৮) পিতা-মোঃ মতিয়ার রহমান, মাতা-লিপি খাতুন, সাং-দৌলতপুর সর্দার পাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।আসামি কে, ০৪-বোতল বিদেশী মদসহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মূল্য অনুমান =২২,০০০/- টাকা।
এ সংক্রান্ত এসআই(নিঃ) শেখ আবু হাসান বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় একটি মাদক মামলার এজাহার দায়ের করেন।