
মোঃ জাকির হোসেন, শার্শা (যশোর)
০২ জুন ২০২৪ ইং, রোজ:রবিবার ডিবি যশোরের একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযানে, উক্ত তারিখ বিকাল ০৪.৫৫ মিনিটের সময়,
যশোরের শার্শা থানাধীন পাড়ের কায়বা এলাকা থেকে মোঃ ফিরোজ, পিতা-মৃত খালেক এর বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে, আসামী মোঃ জব্বার হোসেন(২৭), পিতা-মোঃ মোশারফ হোসেন, মাতা-রাশেদা খাতুন, সাং-পাড়ের কায়বা, থানা-শার্শা, জেলা-যশোরকে ০১ কেজি গাঁজাসহ মাদক কারবারি কে গ্রেফতার করেন।
জব্দকৃত গাঁজা যার আনুমানিক মূল্য- ৪০,০০০/- টাকা। এ সংক্রান্ত এসআই (নিঃ) হরষিত রায় বাদী হয়ে যশোর জেলার শার্শা থানায় এজাহার দায়ের করেন।