বাড়িবাংলাদেশেখুলনা বিভাগডিবি যশোর এর অভিযানে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার...

ডিবি যশোর এর অভিযানে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার ০২

মোঃ জাকির হোসেন, শার্শা (যশোর) 

 ডিবি যশোরের চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে

(০৬ মে,২০২৪) ইং তারিখ, রোজ:সোমবার রাত ০৪.৫০ ঘটিকার সময়,যশোর কোতয়ালী থানাধীন উপশহর এর খাজুরা বাসস্ট্যান্ডে কাজী অফিসের সামনে পিচের রাস্তার উপর হইতে আসামী

১। মোঃ হৃদয় শেখ(২৪), পিতা-মৃত সেন্টু শেখ, মাতা-খাদিজা বেগম, সাং-রাধানগর পূর্বপাড়া, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুর, ২। মোঃ মনিরুজ্জামান খান @সুমন(৪২), পিতা-আকবর হোসেন খান, মাতা-মৃত মুন্নি খান, সাং-বালিয়া পশ্চিম, থানাঃ ধামরাই, জেলা-ঢাকা দ্বয়কে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।

জব্দকৃত আলামতের মূল্য অনুমান ৩,০০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ আবু হাসান বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন বলে জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments