
মোঃ জাকির হোসেন, শার্শা (যশোর)
ডিবি যশোরের চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে
(০৬ মে,২০২৪) ইং তারিখ, রোজ:সোমবার রাত ০৪.৫০ ঘটিকার সময়,যশোর কোতয়ালী থানাধীন উপশহর এর খাজুরা বাসস্ট্যান্ডে কাজী অফিসের সামনে পিচের রাস্তার উপর হইতে আসামী
১। মোঃ হৃদয় শেখ(২৪), পিতা-মৃত সেন্টু শেখ, মাতা-খাদিজা বেগম, সাং-রাধানগর পূর্বপাড়া, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুর, ২। মোঃ মনিরুজ্জামান খান @সুমন(৪২), পিতা-আকবর হোসেন খান, মাতা-মৃত মুন্নি খান, সাং-বালিয়া পশ্চিম, থানাঃ ধামরাই, জেলা-ঢাকা দ্বয়কে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
জব্দকৃত আলামতের মূল্য অনুমান ৩,০০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ আবু হাসান বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন বলে জানান।