
মোঃমফিজুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি নীলফামারী:
নীলফামারীর ডিমলা উপজেলা পূর্ব ছাতনাই এলাকায় তিস্তা নদী থেকে সুমাইয়া আক্তার ( ৬) নামের এক শিশু কন্যার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ।
পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝারসিংহেশ্বর গ্রামের আলমগীর হোসেনের কন্যা সুমাইয়া আক্তার। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য বদিউজ্জামান বদি জানান, সুমাইয়ার পিতা আলমগীর হোসেন গত সোমবার সন্ধ্যায় বসতবাড়ির পার্শ্ববর্তী তিস্তা নদীতে মাছ ধরার জন্য গেলে তার পিতার সাথে শিশু সুমাইয়া গিয়ে তিস্তা নদীতে পড়ে ডুবে নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের ১ দিন পর মঙ্গলবার ১২ টার দিকে তার লাশ তিস্তা নদীর কিছুদূর ভাটিতে থেকে ডিমলা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ওই নিখোঁজ শিশুটির লাশ উদ্ধার করেছে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন,ডিমলা উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার আতাউর রহমান । এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।