প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৪:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৫, ৯:২২ পি.এম
ডিমলায় ধর্ষিতার স্বীকারোক্তি জবানবন্দী ভাইরাল করার এর প্রতিবাদে মানববন্ধন

মোঃমফিজুল ইসলাম,নিজস্ব, প্রতিনিধি নীলফামারী:
নীলফামারী জেলার ডিমলায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে। ধর্ষিতা ওই ছাত্রীকে তার বাড়ির পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেত হতে রাতেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিমলা থানা প্রশাসন ২ জনকে গ্রেফতার করেন। পরের দিনে এনডিবি বাংলা নিউজ ফেসবুক পেইজ নামে ফেসবুককে ওই ধর্ষিতা শিক্ষার্থীর ধর্ষণের স্বীকারোক্তি জবানবন্দী ছবিসহ আপলোড করা হয়। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
রবিবার (২ মার্চ) দুপুর ২ টায় নীলফামারীর ডিমলা উপজেলা শুটিবাড়ি মোড় শহীদ স্মৃতি অম্লান চত্তরে ধর্ষণের স্বীকারোক্তি জবানবন্দির ভিডিও ভাইরাল করার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলার শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলার যুগ্ম সদস্য সচিব জাফর হোসেন জাকির এর সঞ্চালনায় নীলফামারীজেলা শাখার নাগরিক পার্টির মুখপাত্র রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম আহ্বায়ক শাকিল প্রধান, যুগ্ম সদস্য সচিব জিয়ারুল ইসলাম জিয়া, ডিমলা উপজেলা প্রতিনিধি, আশরাফুল ইসলাম, রাব্বি ইসলাম, মাসুদ ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, সারাদেশে নারী শিশু নির্যাতন বেড়েই চলছে। জুলাই আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের সময় নারীরা সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছেন, অভ্যুত্থানের পর দেখা যাচ্ছে, তাঁরা ঘরে ও রাস্তায় নিরাপদ বোধ করছেন না। রাষ্ট্র তাঁর নিরাপত্তা দিতে পারছে না। শহীদ মিনারে ফুল কুড়াতে গিয়ে একজন শিশুকে ধর্ষণের শিকার হতে হয়েছে। আমাদের ডিমলায় অষ্টম শ্রেণি শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেছে। ঘরে বাইরে নারী নির্যাতন চলছে। নারী তাঁর প্রতিবেশীর দ্বারা ধর্ষণের শিকার হন। বাসে ধর্ষিত হন। কোথাও নারীরা নিরাপদ নন।
এছাড়াও বক্তারা বলেন, ডিমলার অষ্টম শ্রেণি পড়ুয়া ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণকারীদের গ্রেফতার হোওয়ার পরে, এনডিবি বাংলা নিউজ নামে ফেসবুক পেইজে ভিডিও ভাইরালের নেশায় ঐ শিক্ষার্থীর ধর্ষণের স্বীকারোক্তি মূলক ভিডিও ভাইরাল করেন। এই জঘন্য ঘটনায় তীব্র নিন্দা জানায় এবং যারা ভিডিও ভাইরাল করছে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। কেউ য়দি সাংবাদিকতার নামে অপ-সাংবাদিকতা তাহলে তা বন্ধ করতে হবে। ধর্ষণ প্রতিরোধ করার জন্য গণসচেতনতা সৃষ্টি করতে হবে। এজন্য উপজেলা প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত