বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলাডিমলায় সন্ত্রাসী কায়দায় আম কাঁঠালের বাগান জবর দখল

ডিমলায় সন্ত্রাসী কায়দায় আম কাঁঠালের বাগান জবর দখল

মোঃ মফিজুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি নীলফামারী:
ডিমলায় রাতের আধারে আম-কাঁঠালের বাগান দখল করে বসতবাড়ি নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। 
জানা গেছে, নীলফামারী জেলার ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি  ইউনিয়নের বন্দর খড়িবাড়ি গ্রামের মৃত ওয়ালিউল্লার ছেলে ও পানি উন্নয়ন বোর্ড ডালিয়াস্হ যান্ত্রিক বিভাগের অবসরপ্রাপ্ত  বিভাগীয়  কর্মকর্তা (এস ডি) রুহুল আমিনের আম কাঁঠালের বাগানসহ ৭ শতাংশ জমি গত বুধবার রাতে একই এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৪৫)এর নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অত্র এলাকায় ত্রাস  সৃষ্টি করে ওই সাত শতাংশ জমির আম কাঁঠালের বাগানটি সন্ত্রাসী কায়দায় দখল করে নিয়ে বসত ঘর ২টি টিনের চালা নির্মাণ করে জবর দখল করে নেন। এ ব্যাপারে রুহুল আমিন ডিমলা থানায় অভিযোগ করেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার প্রতিকার পাননি। এলাকাবাসী জানায় ঐ জমিটি ২ দশক পূর্বে দলিল মূলে ক্রয় করে সেখানে আম কাঁঠালের বাগান লাগিয়ে ভোগ দখল করে আসছিলেন। তবে অভিযুক্ত জাহিদুল ইসলাম জানান,দখলকৃত ৭ শতক জমিটি পৈত্রিক সূত্রে আমরা মালিক। আমরা জানতাম না যে এই জমিটি আমরা ওয়ারিশ সূত্রে পাব। জমি পাওয়ার বিষয়টি জানার পর আমরা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ায় পরিশেষে জমিটি  দখল নিয়েছি। এ ব্যাপারে ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী জানান, ঘটনা বিষয়ে সংবাদ পাইয়া ঘটনাস্হলে দ্রুত পুলিশ অফিসারের নেতৃত্বে পুলিশ ফোর্স পাঠিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments