
মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)
গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের কৃষকলীগের সভাপতি ও সাবেক ডুমুরিয়া ইউপি সদস্য বাবুল তালুকদার কে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। টুংগীপাড়া থানার এস আই সাজেদুর রহমান সোহাগের নেতৃত্বে এএসআই ইব্রাহিম এএসআই শরিফুল ইসলাম এএসআই মনিমুল ইসলাম সহ একটি টিম গতকাল শুক্রবার ভোর রাতে বাবুল তালুকদারের বাড়ি থেকে গ্রেপ্তার করেছেন।
গত ১৩ই সেপ্টেম্বর বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী আগমন উপলক্ষে টুঙ্গীপড়ায় বিভিন্ন ব্যানার ফেস্টুন ও গেট দিয়ে সাজানো হয়েছিল। এগুলো হামলা করে ভাঙার মামলায় বাদী জুলকার এই মামলায় আসামি বাবুল তালুকদার কে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।শুক্রবার সকাল ১১ টার কিছুক্ষণ পরে বাবুল তালুকদার কে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। তথ্য:টুঙ্গিপাড়া থানা পুলিশ