বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগডেভিল হান্ট অভিযানে কসবায় যৌথবাহিনী হাতে গ্রেফতার, কুটি ইউনিয়নের প্যালেন চেয়ারম্যান।

ডেভিল হান্ট অভিযানে কসবায় যৌথবাহিনী হাতে গ্রেফতার, কুটি ইউনিয়নের প্যালেন চেয়ারম্যান।

কসবা(ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার কুটি  ইউনিয়নে ,গতকাল  ভোর রাতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে রেব ৯। ১৭ ই ফেব্রুয়ারী ভোর রাতে সোমবার   কসবা উপজেলার কুটি ইউনিয়নে  রেব-৯ ডেভিল হান্ট   বিশেষ  অভিযান পরিচালনা করে  উপজেলার কুটি বাজার থেকে কুটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করা হয়েছে ।  আজ সকালে   র্যাব-৯ এর এ এস পি মশিহুর রহমান সোহেল সাক্ষরিত  এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানান,।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। 
এছাড়াও এসবের  বিরুদ্ধে জিরো ট্রলারন্স নীতি বাস্তবায়নে রেব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে জানান.
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments