প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৬:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৪, ৬:৪০ পি.এম
ডোমারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পলাশ চিলাহাটি ডোমার নিলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডোমারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার ও বীজ বিক্রির অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় বাজার মনিটরিং চলাকালীন সময়ে সার ব্যবসায়ী রব্বু এন্টারপ্রাইজের প্রোপাইটর মমিনুল হোসেন রব্বু এবং বীজ ব্যবসায়ী বেলাল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে সোয়া লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ।
রবিবার ৮ই ডিসেম্বর বিকেলে ডোমার বাজারে সার ও বীজ দোকানে মনিটরিংকালে সার ব্যবস্থাপনা আইন- ২০০৬ এর ১৬(১) ধারা অমান্য করে সারের নির্দিষ্ট ব্রান্ডের পরিবর্তন করে সরবরাহ,বিপণন ও বিক্রয় করার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১৬ (১) ধারা অমান্য করার পাশাপাশি একই আইনের ১৩ (১) ধারা অমান্য করে সারের বস্তা, বা কন্টেইনারের গায়ে পৃথকভাবে লেবেল সংযুক্ত করার অপরাধে ১৬ (৩) ধারায় সার ব্যবসায়ী মেসার্স রব্বু এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী মমিনুল হোসেন রব্বুকে ১,০০,০০০/-(একলক্ষ) টাকা এবং সার ও বীজ ব্যবসায়ী বেলাল হোসেনের অনুপস্থিতিতে দোকানের কর্মচারী আমজাদ হোসেনকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় ২৫, ০০০( পঁচিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহযোগিতায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম ও ডোমার থানা পুলিশের সদস্যবৃন্দরা।
এসময় সারের দোকানে অভিযানের সংবাদ মুহূর্তেই ছড়িয়ে পড়লে বাজারের অন্যান্ন সার ও বীজ ব্যবসায়ীদের দোকানপাট নিমিষেই বন্ধ হয়ে যায়।
প্রসংগত,গত তিন সপ্তাহ থেকে বাজারে অতিরিক্ত মুল্যে বিক্রি হচ্ছে সার ও বীজ। টাকা দিয়েও কৃষকরা পাচ্ছেনা প্রয়োজনীয় সার, এর পাশাপাশি প্রতিদিনই হুহু করে বেড়ে চলছে ভুট্টা বীজের দাম। সার ও বীজের দাম বেড়ে যাওয়ার দিশেহারা হয়ে পড়েছে এলাকার কৃষকেরা।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকার কৃষকেরা ভ্রাম্যমাণ আদালতের বিচারকের কাছে ছুটে যান এবং সার ও বীজ ডিলারদের বিরুদ্ধে নানা অনিয়ম এবং অভিযোগের কথা তুলে ধরেন। একপর্যায়ে তারা সার ডিলার রব্বুর লাইসেন্স বাতিলের দাবি জানান। তাদের নানা অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষকদের আশ্বস্ত করে বলেন, এইমাত্র রব্বুর কাছ থেকে একলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে, এরপরেও যদি তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ মেলে তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত