পলাশ , চিলাহাটি ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ডোমার উপজেলা পরিষদে এই প্রথমবারের মতো মহিলা উপজেলা চেয়ারম্যান বিজয়ী হয়েছে। সরকার ফারহানা আখতার সুমি পেয়েছে ৩১৪২১ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফায়েল আহমেদ পেয়েছে ২৩১৩৪ ভোট। মদনমোহন পিন্টু পেয়েছে ২৩০২৬ ভোট। মনজুরুল হক চৌধুরী পেয়েছে ৯৮০৭ ভোট। আব্দুল মালেক পেয়েছে ৬৯৩৫ ভোট। রাকিব আহসান প্রধান পেয়েছে ৪৯৬৭ ভোট । মনোয়ার হোসেন পেয়েছে ২২৯৩ ভোট। এহসানুল হক পেয়েছে ১৮৬৮ ভোট।
ডোমার উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭৫ টি , ভোটার সংখ্যা ২,০৭,৫৫৮ টি এরমধ্যে মোট ভোটার উপস্থিত হয় ১০৬২৩১ টি।
বুধবার ৮ই মে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪ টা পর্যন্ত । ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন সে জন্য উপজেলার সব স্থানে ৬ স্থরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, আনসার সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করে বলে জানান,
শান্তিপূর্ণভাবে ডোমার উপজেলার সব কয়টি সেন্টারে ভোটগ্রহণ এবং ভোট গণনা সমাপ্তির পরে ডোমার উপজেলা পরিষদের রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফলাফল ঘোষণার সময় অতর্কিতভাবে বেশকিছু সংখ্যক সন্ত্রাসী একত্রিত হয়ে লাঠি সোটা নিয়ে উপজেলা পরিষদের হলরুমটিকে ভাঙচুর করে । উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দ্রুতগতিতে পুলিশের স্টাইকিং ফোর্স বিজিবি ও আনসার বাহিনী সক্রিয় ভূমিকা লেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসে। এবং হামলাকারীদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ডোমার সদরে লোক শূন্যতা ও আতঙ্ক বিরাজ করছে। সংবাদ পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ও মামলা সম্পর্কে এখনো জানা যায়নি।