মতিউর রহমান, শিক্ষানবিশ প্রতিনিধি ধামরাই (ঢাকা):
ঢাকার খুব কাছেই মহেড়া,জমিদার বাড়ি টাঙ্গাইল। ইচ্ছে করলে সহজেই একদিনেই ঘুরে আসা যায়। এর সাথেই পুলিশ ট্রেনিং সেন্টার। রয়েছে পুরাতন বিশাল তিনটি ভবন। এগুলো ছাড়াও সরকারের বিভিন্ন প্রশাসনিক ভবন রয়েছে।
শিশুদের জন্য আছে ছোট পার্ক, সেখানে অনেকগুলো রাইড রয়েছে। এর পাশেই ছোট্ট একটি চিড়িয়াখানা লক্ষ্য করা যায় সেখানে পশু ও পাখিদের মিলন মেলা। বিশাল বড় বড় দিঘীগুলো যেন এর সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। ছোটদের পাশাপাশি বড়দেরও ভীড় কম নয়। ঢুকতেই ফটকের কাছাকাছি একটি জাদুঘর রয়েছে। যেন একসাথে অনেকগুলো বিনোদন। টিকিট মূল্য মাত্র ১০০ টাকা।
পুরো চিত্রটি যেন প্রাচীন জমিদারদের ঐতিহ্য ও ইতিহাস বহন করে চলেছে। সময় পেলে ঘুরে আসতে পারেন আপনিও।