প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৯:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৫, ৯:৩৭ পি.এম
ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার নয়ারহাটে স্বর্ণকারকে হত্যা করে ডাকাতি।

নিজস্ব প্রতিবেদক ধামরাই ঢাকা :
গতকাল ৯মার্চ রাত ৯টার সময় নয়ারহাট বাজারে দিলীপ স্বর্ণালংকার নামক দোকানে ডাকাতির ঘটনা ঘটে। নয়েরহাট বাজারটি ঢাকা জেলার সাভারের আশুলিয়া থানায় অবস্থিত। তারাবির নামাজের সময় থাকায় লোকজনের সমাগম কম ছিল, দোকান মালিক দিলীপ দাস দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন এবং তার হাতের ব্যাগ পাশে থাকা স্ত্রীর কাছে রেখেছিলেন। সেই সময় চারজন ডাকাত ধারালো অস্ত্র নিয়ে দিলীপ দাসের উপর আক্রমণ করে এবং তার স্ত্রীর নিকট থেকে ব্যাগটি চিনিয়ে দেয়। স্বর্ণালংকার দোকান মালিক দিলীপ দাসকে(৪৮) কুপিয়ে মাথা এবং বুকে জখম করলে তাকে নিকটস্থ এনাম মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন সময়ই দিলীপ দাস মারা যান বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান। নিহত দিলীপ দাসের বাড়ি নয়ারহাট এর গোপীনাথপুর। প্রত্যক্ষদর্শী তার স্ত্রীর ভাষ্য মতে প্রায় ২০ স্বর্ণালংকার এবং কিছু নগর টাকা ওই ব্যাগে ছিল যা ডাকাতরা হাতিয়ে নিয়েছে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত