বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট পরিবহনের ভোগান্তিতে যাত্রীরা।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট পরিবহনের ভোগান্তিতে যাত্রীরা।

স্বপন সরকার কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সকল শিল্পকল কারখানা ঈদের ছুটি ঘোষণায় সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রি-মোড় এলাকায় যাত্রীদের ঢল নেমেছে। তবে গণপরিবহনে ভাড়া বেশি নেওয়ার ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রি-মোড় এলাকায় এমনই চিত্র দেখা যায়।

জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গের ২২টি জেলার একমাত্র প্রবেশদ্বার এটি। ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সকল শিল্প কলকারখানা সোমবার ছুটি ঘোষণা করায় সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। এদিকে যাত্রীদের চাপ বাড়াই বেড়েছে তীব্র যানজট ।এদিকে সখিপুর থেকে চন্দ্রা, চন্দ্রা থেকে বাইপাল, চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত তীব্র যানজট । যাত্রীর চাপ থাকলেও নেই সে পরিমাণ গণপরিবহন। গণপরিবহন না থাকায় অনেকে ট্রাক পিকআপ অটো রিকশায় গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

তবে পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। ভাড়া বেশি নেওয়ার ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। নিরুপায় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ,পিকআপ, মোটরসাইকেল যুগেই নারীর টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ ।

নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন জানান, এরিমধ্যে যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি যেতে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে। তবে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments