বাড়িঢাকা বিভাগকিশোরগঞ্জ জেলাঢাকা বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন কটিয়াদীর বিলাল মিয়া।

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন কটিয়াদীর বিলাল মিয়া।

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ, কটিয়াদী,(কিশোরগঞ্জ)নিজেস্ব প্রতিনিধি।

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বাহেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিলাল মিয়া। তিনি লোহাজুরি ইউনিয়নের দশ পাখি গ্রামের কৃতি সন্তান। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেন মোঃ বিলাল মিয়া।

তিনি ২০১৭ সালে উক্ত প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। যোগদানের পর থেকে তিনি শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন কৌশল ও নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় বাছাই কমিটির সভাপতি ও বিভাগীয় কমিশনার মোঃ মমিনুর রহমান এবং প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক ও বাছাই কমিটির সদস্য সচিব মোঃ আলী রেজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়। তার এই অর্জনে তার নিজ এলাকার ও তার প্রতিষ্ঠানের সকলে খুব আনন্দ প্রকাশ করেছেন। তার শিক্ষকতার পাশাপাশি একজন লেখক এবং একজন কবি হিসেবেও পরিচিতি রয়েছে। ২০২১ সালে তিনি কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি এই পদক প্রাপ্তির পর খুব আনন্দিত হন এবং তিনি সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন এই প্রাপ্তির ফলে আমার দায়িত্ববোধ ও কর্তব্য আরো দ্বিগুণ বেড়ে গেছে। পরিশেষে তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন এবং বলেন ভবিষ্যতে যেন শিক্ষার ক্ষেত্রে আরো ভালো কিছু করে দেশ সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments