মোঃ মোজাক্কির আহমেদ নাজু,ওসমানীনগর(সিলেট)বিশেষ প্রতিনিধি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন সুইমিংপুলে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে দর্শন বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
উক্ত ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
মঙ্গলবার(২৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়।
সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে (২২ এপ্রিল) সোমবার বেলা দুইটার দিকে ডুবে যান হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থী আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ছাত্র মো. সোহাদ হক।
পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী সোহাদ হকের অনাকাঙ্ক্ষিত অপমৃত্যু ঘটে। এই অপমৃত্যুর কারণ চিহ্নিত করে প্রতিবেদন দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাকসুদুর রহমানকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর মো. আবদুল মুহিতকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।