বাড়িরংপুর বিভাগগাইবান্ধা জেলাঢাকা শিক্ষা ভবনে শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

ঢাকা শিক্ষা ভবনে শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ

ঢাকা শিক্ষা ভবনে সেসিপ প্রকল্পের কর্মকর্তা- কর্মচারী দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে।

গাইবান্ধা সদর উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা পাবলিক লাইব্রেরির সামনে এ মানববন্ধন করেন।

এ মানববন্ধন কর্মসূচিতে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় ও গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকেরাও অংশ গ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ১৭ সেপ্টেম্বর ঢাকার শিক্ষা অফিসে আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা জেলা শিক্ষা অফিসার পদে পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য নিরসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীরা আমাদের শিক্ষকদের লাঞ্চিত করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

বক্তারা বলেন, আমরা বিসিএস দিয়ে নন-ক্যাডারে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছি। আর মাধ্যমিক শিক্ষা অফিসার ও কর্মচারীরা সেসিপ প্রজেক্টে নিয়োগ পেয়েছিলেন। পরে রাজস্ব খাতে এসেছেন। অবিলম্বে তাদের এই প্রকল্প বাতিল করতে হবে। সেই সঙ্গে মাধ্যমিক শিক্ষকদেরকে পদোন্নতি দিতে হবে।

এ মানববন্ধনে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুর রউফ মিয়া ও মতিয়ার রহমান এবং গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমান সহ প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments