বাড়িঅন্যান্যতজুমদ্দিনে ডাকাত দুলাল বাহিনীর হামলায় আহত ৩

তজুমদ্দিনে ডাকাত দুলাল বাহিনীর হামলায় আহত ৩

 তজুমদ্দিন  প্রতিনিধি।। 
ভোলার তজুমদ্দিন উপজেলার ২ নং সোনাপুর ইউনিয়নের চর জহির উদ্দিন ২ নং ওয়ার্ডে খালে মাছ ধরার  ঝাঁক দেওয়ার সময় ডাকাত  দুলাল বাহিনীর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। 
আহত আব্দুল কাদের জানান মঙ্গলবার দুপুর ১২টার দিকে তরমুজ কোম্পানির পাশে চতালের খালের ভিতরে মাছ ধরার ঝাঁক দেওয়ার সময় দুলাল ডাকাত, তার ছেলে রাজীব ওরফে মোনতা, আ. রব, ইউনুস বাহিনী ও ইউনুস সর্দার ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়।
এই হামলায় গুরুতর আহত হন আব্দুল কাদের ৬০ , মোঃ শামীম ২০ ও আব্দুল লতিফ ৩০ কে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে ডাক্তার না থাকায় প্রাথমিক চিকিৎসার পর শামীম ও আব্দুল লতিফকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সরকারি হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী হুমায়ুন কবির জানান, দুলাল ডাকাত ও তার ছেলে তাদের নিজস্ব বাহিনী নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।
অন্যদিকে, অভিযুক্ত দুলালকে মুঠোফোনে সাংবাদিকরা এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি সরজমিনে এসে খোঁজখবর নিতে বলে বিষয়টি এরিয়ে যান। 
এখন পর্যন্ত উভয় পক্ষের কেউ কোনো মামলা দায়ের করেনি। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments