প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ৫:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ৬:০৫ পি.এম
তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

মমিনুল ইসলাম, তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।।
পবিত্র মাহে রমজান এর ভাবগাম্ভীর্য বজায় রেখে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলার তজুমদ্দিন উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
২৬ মার্চ বুধবার ভোরে ৩১ বার তোপধ্বনি এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭ টায় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযুদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে।
এরপর সকাল ০৯ টায় তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ মাঠে কোরান তিলাওয়াত শেষে পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ।
সমগ্র তজুমদ্দিন উপজেলা বাসীর উদ্দেশ্যে বক্তব্য পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শুভ দেবনাথ।
এসময় সেখানে তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান, তজুমদ্দিন সরকারি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতাপ কুমার, তজুমদ্দিন জামায়াত আমীর মাওলানা আব্দুর রব, তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন, সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি নিশাত খান মিরাজ, জিহাদুল ইসলাম, সহ বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পরে সকাল ১১:৩০ মিনিটে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত