বাড়িরাজশাহী বিভাগজয়পুরহাট জেলাতাক্বওয়ার সমাজ প্রতিষ্ঠায় সকলকে আত্মনিয়োগ করতে হবে... আবু সুফিয়ান মুক্তার

তাক্বওয়ার সমাজ প্রতিষ্ঠায় সকলকে আত্মনিয়োগ করতে হবে… আবু সুফিয়ান মুক্তার

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
পবিত্র রমজান মাসে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে তাক্বওয়ার সমাজ প্রতিষ্ঠায় সকলকে আত্মনিয়োগ করতে হবে।
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জয়পুরহাট জেলা যুব বিভাগের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার)। তিনি আরো বলেন,রমযানে সিয়াম পালন শুধু আমাদের জন্য নয় বরং পূর্ববর্তীদের জন্য অত্যাবশ্যকীয় ছিল। আমরা যাতে তাক্বওয়া অর্জন করতে পারি এজন্যই রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে। তিনি দ্বীন প্রতিষ্ঠায় সকল যুবকদেরকে অগ্রনী ভূমিকা পালনের উদাত্ত আহবান জানান। 
আওলাই ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে ২১শে মার্চ ২০ই রমজান শুক্রবার বিকেলে ছাতিনালী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম।  ইউনিয়ন সেক্রেটারী মোঃ মেহেদী হাসান এর সঞ্চালনায় আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন,আওলাই ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ নূর হোসেন আকন্দ বাবু ও ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments