
হেলাল উদ্দিন বাবু নকলা (শেরপুর) প্রতিনিধি:-
শেরপুরের নকলায় ১৮ ফেব্রুয়ারি মঙ্গবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের সহযোগিতায় নকলা পৌরশহরের উত্তর বাজারে (নিউমার্কেটের সামনে) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের সচেতনতার উদ্যেশে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এসএম মাসুম, রাইয়্যান আল মাহদি অনন্ত প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটের শিক্ষার্থীরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্ধ, ট্রাফিক পুলিশসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্ধরা বিভিন্ন যানবাহনের চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করেন এবং চালকদের একটি করে পানির বোতল ও চকলেন উপহার দেন।