সুনামগঞ্জের তাহিরপুরে একঝাঁক নিবেদিত তরুণদের প্রচেষ্টায় পথ চলা শুরু করেছে 'হলহলিয়া স্বপ্নপূরণ পাঠাগার।
৭ মে শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়া স্বপ্নপূরণ ছাত্র সংগঠন এর উদ্যোগে একতা বাজার এলাকায় এর উদ্বোধন করেন দক্ষিণ বড়দল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইউনুছ আলী, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজাসহ স্থানীয় লোকজন।
শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হলহলিয়া স্বপ্নপূরণ ছাত্র সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ইউপি সদস্য রোপন আহমদ, সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রউফ, সমাজকর্মী জুনাব আলী, হযরত আলী, ডা. জালাল উদ্দিন, সামী আহমেদ স্বপন, আলীম উদ্দিন প্রমুখ।