বাড়িবাংলাদেশেতাহিরপুর উপজেলার বর্তমান চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল সাহেবের প্রার্থীতা প্রত্যাহার।।

তাহিরপুর উপজেলার বর্তমান চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল সাহেবের প্রার্থীতা প্রত্যাহার।।

খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি। 

সুনামগঞ্জ জেলার ২য় ধাপে আগামী ২১ মে ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই চার উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রবিবার মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৫৬ জন প্রার্থী। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল তিনি উনার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিকেলে সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত আবেদন দাখিল করে মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে নিশ্চিত করেছেন করুনা সিন্ধু চৌধুরী বাবুল। বর্তমানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৬ জন প্রার্থী। এরা হলেন- তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সহ সভাপতি আলী মর্তুজা, তাহিরপুর উপজেলা বিএনপি সহ সভাপতি আবুল কাশেম, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, লন্ডন প্রবাসী মিটু রঞ্জন পাল। এছাড়াও ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৩ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চার উপজেলায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৫৫ জন প্রার্থী। এরমধ্যে ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৬ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) ৫ জন। বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৬ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) ৫ জন। জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৪ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল ২য় দফা উপজেলা পরিষদ নির্বাচনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ২১ মে সুনামগঞ্জ জেলার এই চার উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments