সঞ্জয় চন্দ্র দাস, তিতাস(কুমিল্লা) নিজস্ব প্রতিনিধিঃ
আজ বিকালে তিতাস উপজেলার বিএনপি ও অংগ সংগঠনের কর্মী সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন বলেন, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে তিতাস উপজেলা কে একটি মডেল উপজেলায় রুপান্তর করা হবে।
ড. মারুফ আরো বলেন আমার বাবা বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন যে স্বপ্ন নিয়ে বৃহত্তর দাউদকান্দি উপজেলার উত্তরান্চলের অবহেলিত নয়টি ইউনিয়ন নিয়ে এই তিতাস উপজেলা সৃষ্টি করেছেন বিগত ১৫ বছরে তার কোন উন্নয়ন করা হয়নি। আপনাদের সকলের সহযোগিতায় আমার বাবা ভবিষ্যতে যদি এই তিতাস থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়ে সরকার পরিচালনার দায়িত্ব পালন করতে পারেন তা হলে তিতাস উপজেলাকে সন্ত্রাস মুক্ত একটি মডেল উপজেলায় রুপান্তর করা হবে। ড. মারুফ আরো বলেন, তিতাসের সকল শিক্ষিত যুব সমাজকে কর্ম সংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, দলের নাম ভাংগিয়ে সন্ত্রাসী কর্ম কান্ডসহ চাঁদা বাজি করলে তার দলে কোন স্হান নেই। এমন কোন কাজ করা যাবেনা যার ফলে আগামী নির্বাচনে তার বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে।
জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল হক মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সাবেক কর কমিশনার ড. সাজ্জাদ হোসেন ভুইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ সভাপতি জসিম উদদীন আহমেদ, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভুইয়া, সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া,যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা,আবুল হোসেন বুলবুল , মাহবুবুল হক সরকার, আমিরুল ইসলাম মানিক, আব্দুস সালাম মেম্বার, ছাত্রদলের আহ্বায়ক ফাহিম সরকার, সদস্য সচিব আল আমিন সরকার বাবু, জগতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি তফাজ্জল হোসেন তবিল, যুগ্ম আহ্বায়ক ডেন্টিস্ট জসিম উদ্দিন সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।