প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩১, ২০২৫, ৯:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৫, ৫:৫৮ এ.এম
তিতাসের কড়িকান্দি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সঞ্জয় চন্দ্র দাস ।তিতাস( কুমিল্লা)নিজস্ব প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের কড়িকান্দি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ''আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই" স্লোগানে ২০ মার্চ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী তিতাস উপজেলা কার্যালয় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার পূর্ব মুহূর্তে প্রধান অতিথির বক্তব্য দেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তিতাস উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতে ইসলামী আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ।প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা উত্তর জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোখলেসুর রহমান।বিশেষ অতিথি ছিলেন তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মোহাম্মদ ছবির হোসেন,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মোহাম্মদ শাহাদাৎ হোসেন,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক ও তিতাস উপজেলা শাখার সভাপতি মো.মোশাররফ হোসেন মুন্সী, সেক্রেটারী মুহাম্মদ মফিজুল ইসলাম সরকার প্রমুখ।
কড়িকান্দি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ নাছির আহমেদ মোল্লার সভাপতিত্বে ও কড়িকান্দি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো.আলতাফ হোসেন সিকদারের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন,তিতাস উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ- সভাপতি আব্দুল খালেক,বাংলাদেশ মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. মনিরুল হক,
করিকান্দি ইউনিয়নের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাইতুল মাল সম্পাদক নূর মোহাম্মদ সিকদার-সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তরা পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে মুক্তাকী হওয়ার প্রচেষ্টা ও মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য, শিক্ষাসহ এবং প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়ার মাধ্যমে ইফতার অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা
করা হয়।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত