সঞ্জয় চন্দ্র দাস,তিতাস (কুমিল্লা) নিজস্ব প্রতিনিধি।
কুমিল্লার তিতাসে এলোপাতাড়ি কুপিয়ে আল মামুন খন্দকার নামে এক ফার্মেসি ব্যবসায়ীকে হত্যা চেষ্টা করেছে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার সাতানী ইউনিয়নের রামভদ্রা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খন্দকারের ছেলে বাতাকান্দি বাজারের ফার্মেসি ব্যবসায়ী আল মামুন খন্দকারকে কুপিয়ে হত্যা চেষ্টা করে মুখোশ ধারীসন্ত্রাসীরা।গতকাল শুক্রবার রাত সাড়ে দশটার দিকে সাতানী ইউনিয়নের বৈদ্যারকান্দি কবরস্থানের সামনে এই হামলার ঘটনা ঘটে।আহত আল মামুন খন্দকার বলেন,ওঁৎ পেতে থাকা দূর্বৃত্তরা আমাকে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আমাকে গুরুতর আহত করে।
আমার ডাক চিৎকারে লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।আমার মাথায় ছয়টি সেলাই করা হয়েছে।
আহত আল মামুন খন্দকার এবিষয়ে থানায় মামলা করবেন বলে নিশ্চিত করেন