
সঞ্জয় চন্দ্র দাস,তিতাস(কুমিল্লা)নিজস্ব প্রতিনিধি।
কুমিল্লার তিতাসে চাঁদা না পেয়ে ইউনিয়ন যুবলীগনেতা দুই সহোদরকে ছোড়া ছরার গুলি করা অভিযোগ পাওয়া গেছে। এতে দুই ভাই গুরুতর আহত হন।
গত মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের আলিনগর গ্রামের কাউসার মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চনকান্তি দাস দুই ভাই গুলি বিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ছড়াগুলি বিষয়টি নিশ্চিত করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা জাকারিয়া পারভেজ বলেন, তাদের দুজনের শরিরেই একাধিক গুলি রয়েছে, তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়েছে। আহতরা হলেন আলিনগর গ্রামের মৃত জুলহাস মিয়া ছেলে আলামিন (২৭) ও মোঃশাহীন (২২) স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পাঠানো হয়। আহতদের বড় ভাই ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান বলেন কয়েকদিন আগে একটি মাটি কাটার ভ্যাকু ভাড়া এনে রাস্তার কাজ করতে গেলে পোড়াকান্দি গ্রামের ছাদেক মেম্বার ছেলে আলাউদ্দিন, নূরনবী, বাবু হরযত আলীসহ আরো কয়েকজন আমার কাছে টাকা দাবি করেন। তাদের দাবিকৃত তো টাকা না দেওয়ায় আলাউদ্দিন গ্রুপের লোকজন আমাদের গ্রামে এসে আমার দুই ভাইকে এলোপাতারি গুলি করে পালিয়ে যায়। এতে আমার ভাইদের বুকে পীঠসহ শরীরের বিভিন্ন অংশে ছরাগুলি অনেকগুলো স্প্রিন্টার বিদে রক্তাক্ত ও যখম হয়েছে।আমার ছোট ভাই শাহিনের অবস্থা আশংকাজনক। তার অনেক রক্তের প্রয়োজন হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত আলাউদ্দিকে তার মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলে রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্জনকান্তি দাস জানান, সন্ধ্যায় আলিনগর গ্রামে মারামারি হচ্ছে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি।
গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের পুলিশ চেষ্টা অব্যাহত আছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।