
সঞ্জয় চন্দ্র দাস, তিতাস(কুমিল্লা)নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার তিতাসের কড়িকান্দি বাজারের দোকানীসহ বিভিন্ন যানবাহনের পথচারীদের মধ্যে শরবত বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।উপজেলার কড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি বাজারের তারা ইলেকট্রনিক্সের প্রোঃ মো.তাইজুল ইসলাম তারা’র উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে কড়িকান্দি বাজারের তৃষ্ণার্তদের মধ্যে শরবত বিতরণ কর্মসূচী করেন, তিনি শুধু মানবতার ফেরিওয়ালা নয় তিনি যুবকদের আইকন এবং তিনি রাজনৈতিক দিক দিয়ে প্রতি জাতীয় নির্বাচনের তার ভূমিকা থাকেন অনেক।
উক্ত কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহবায়ক ও কড়িকান্দি সদর ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ।এসময় উপস্থিত ছিলেন কড়িকান্দি সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ তাইজুল ইসলাম তারা ,মো.ইয়াছিন খান সুমন, মো.রাসেল,সাদ্দাম হোসেন, রাছেল ভূইয়া প্রমূখ।