সঞ্জয় চন্দ্র দাস । তিতাস (কুমল্লিা) নিজস্ব প্রতিনিধিঃ
কুমিল্লা তিতাসে মাছ ধরতে গিয়ে নিখোজ আট ঘন্টার পর ফসল জমি থেকে মো. আমির হোসনে (৪০) এর লাশ উদ্ধার করছেগ্রামবাসী। মঙ্গলবার উপজলোর কড়িকান্দি ইউনিয়নে রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার রাজাপুর গ্রামরে উত্তর পাড়ার মো. আশ্রাদ
মিয়ার ছেলে মো. আমির হোসেন পেশায় একজন শ্রমিক । শুল্ক মৌসুমে সে দৈনিক শ্রমিকের কাজ করলে ও র্বষা মৌসুমে মাছ ধরে জীবনযাপন করে আসছে। অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালে কড়িকান্দি বাজার থেকে মাছ বিক্রি করে সকাল সাড়ে ৯টায় গ্রামে পাশে ডুবন্ত ফসলী জমিতে জাল ফেলতে যায়। দুপুর র্পযন্ত বাড়িতে না আসায় পরবিাররে লোকজন তাকে খোঁজতে থাকে। দুইদফা খোঁজার পর বিকাল সাড়ে ৫টায় ফসলী জমির কোমড় পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত আমরি হোসনের ১১ বছর, ৮ বছর ও ৫ বছর বয়সী ৩জন কন্যা সন্তান রয়েছে।
নিহতের ছোট ভাই মো. বাবুল আহমদে জানান, আমির হোসনের লাশ যেখানে পাওয়া গেছে সেখানে কোমড় পানি ছিল। তবে পানি ঘোলা থাকায় তাকে প্রথম দফায় পাওয়া যায়নি। বিকালে দ্বিতীয় দফা খোঁজতে গিয়ে পানি মধ্যে আমার পায়রে সাথে তার দেহ লাগে। তখন পানি থেকে তুলে দেখি সে আমার ভাই। তার শরীরে কোন আঘাতরে চিন্হ ছিল না। আমির হোসনে আগে একাধিকবার স্ট্রোক করে ছিলো। ধারণা করছি প্রচন্ড রোদে হয়তো সে স্ট্রোক করে নৌকা থেকে পানিতে পড়ে গিয়েছিল
তিতাস থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, এ সংক্রান্ত ঘটনার ব্যাপারে কেউ আমাকে জানায়নি । তবে বিষয়টি আমি খবর নিচ্ছি।