বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাতিতাসে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

তিতাসে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

তিতাস (কুমিল্লা)নিজস্ব প্রতিনিধিঃ  কুমিল্লার তিতাসে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের জগতপুর দক্ষীন পাড়া গ্রামে।

সরেজমিনে গিয়ে ও থানা সূত্রে জানা যায়, ২৬ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের সময়- জগতপুর দক্ষিণপাড়া জামে মসজিদের নতুন সভাপতি নির্বাচিত করা হয় মোঃ কফুল মোল্লা কে।

বিষয়টি তাৎক্ষণিক সকলে মেনে নিলেও, পরে সদ্য পদত্যাগ করা সভাপতি মোঃ আব্দুস সালাম মোল্লা মেম্বার তা মেনে নিতে পারেনি।

কফুল মোল্লাকে সভাপতি ঘোষণার পর সালাম মেম্বারের ছেলেরা আপত্তি জানান; এবং বলেন- একতরফা সভাপতি নির্বাচন মানি না।

আমার বাবাও প্রার্থী হবেন। তখন কোনো উচ্চবাচ্য না হলেও ২৮ এপ্রিল (রবিবার) এ ঘটনার জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে নাজির মিয়া বলেন-

মসজিদ কমিটির সভাপতির পদ পায়নি বলে আব্দুস সালাম ও তার ছেলেরা আমার চাচা আব্বাস আলী ও চাচাতো ভাই- চান বাদশা বাজার থেকে অটো রিকশায় বাড়িতে আসার পথে রাস্তায় তাদের উপর অতর্কিত হামলা করে।

আব্দুস সালাম দীর্ঘ ১৩ বছর যাবত মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আমি চট্টগ্রামে ছিলাম।

যখন এলাকায় আসি, মুসল্লীরা ও গ্রামের অনেকেই অভিযোগ করেন যে- দীর্ঘ এক যুগেও মসজিদের কোনো উন্নয়ন হয়নি।

তাছাড়া সালাম মোল্লার কাছে মসজিদের আয়-ব্যয়ের হিসাব চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান।

পরে সকলে যখন চাপ প্রয়োগ করেন, তখন তিনি সভাপতির পদ থেকে ইস্তফা দেন। কোনো প্রকার হিসেব না দিয়ে ৩১৭ টাকা ইমাম সাহেবের কাছে জমা দিয়ে- গত ৩ সপ্তাহ যাবত মসজিদে নামাজ পড়তে আসেন না তিনি।

পরে সকল মুসল্লী ও গ্রামবাসীর সর্ব সম্মতিক্রমে মসজিদ কমিটির সভাপতি কফুল মোল্লা কে নির্বাচিত করে মৌখিকভাবে ঘোষনা করলে এর জের ধরেই আমাদের উপর এই হামলা চালায়।

আব্দুস সালাম আমাদের উপর হামলা করতে এসে মাটিতে পরে- কিছু একটার সাথে নিজের শরীরে আঘাত পায়; তাতে সালামের পায়ে ক্ষত হয়।

সে বলে, আমরা নাকি তাকে কুঁপিয়েছি। এই বলে থানায় গিয়ে অভিযোগ দেয়।

এ বিষয়ে আব্দুস সালাম মোল্লা মেম্বার বলেন, নাজির একজন মাদক কারবারী। সে হত্যা মামলার আসামী।

 

সে কী করে মসজিদের সভাপতি নির্বাচন করে! এটা সাধারণ জনগণ মানে না।

এই বিষয়টা নিয়ে কথা বলাতে নাজির ও তার লোকজন আমাকে রামদা দিয়ে পায়ে কোপ মেরে মারাত্মক আহত করেছে।

এ বিষয়ে আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল আহমেদ বলেন- বিষয়টি উভয়পক্ষ এবং ওসি সাহেব আমাকে অবহিত করেছেন।

আমি উভয়পক্ষকে শান্ত থাকার কথা বলেছি। অবশ্যই সকলকে নিয়ে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করার চেষ্টা করবো।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments