
সঞ্জয় চন্দ্র দাস,তিতাস(কুমিল্লা)নিজস্ব প্রতিনিধি।
কুমিল্লা তিতাস উপজেলা সদর ইউনিয়নে অবস্থিত বন্দরামপুর আদর্শ একাডেমীতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে চড়ুইভাতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে শিক্ষার্থীদের নাচ, গান, আবৃত্তি ও পুরষ্কার বিতরনীসহ নানা আয়োজনে মেতেছিল পুরো বিদ্যালয় ক্যাম্পাস। গতকাল শনিবার (১জুন) দিন ব্যাপী শিক্ষক ও শিক্ষিকাদের সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই চড়ুইভাতি অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের নাচ, গান, কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠে সকল শিক্ষার্থীবিন্দু।
কোমলমতি শিক্ষার্থীরা অনুষ্ঠানে প্রফুল্ল চিত্রে প্রতিটি ইভেন্টে অংশগ্রহণ করে। এ চড়ুইভাতি অনুষ্ঠান শিশু শিক্ষার্থীদের মনে আনন্দের ঝর্ণাধারা সৃষ্টি করে। আবেগে উদ্বেলিত উচ্ছ্বসিত শিশুরা নেচে, গেয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম পর্ব শেষে চড়ুইভাতি অনুষ্ঠানের মধ্যাহ্ন ভোজন করানো হয়।এবং এতে অতিথি ও শিক্ষক – শিক্ষার্থী এবং অভিভাবকসহ ৪ শতাধিক মানুষ অংশগ্রহণ করে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এসময় বিদ্যালয়ে সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোহম্মদ সুজন মিয়ার সার্বিক ব্যবস্হপনায় এবং সহকারী শিক্ষক মোঃ ওবায়দুল করিমের উপস্থাপনায় বেশ জাঁকজমকপূর্ণ ও মনোমুগ্ধকর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোঃ মুক্তার হোসাইন,, সহসভাপতি এম:এ কাইয়ুম, সহ সভাপতি রুহুল আমিন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ বিষয়ক সম্পাদক খাইরুদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী ও অভিভাবকগণ।