
মৌলভীবাজারের জুড়ী, বড়লেখা ও কমলগঞ্জ থানার তিন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিয়মিত বদলির অংশ হিসেবে জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তীকে কমলগঞ্জ থানায়, কমলগঞ্জ থানার ওসি মো. ইয়ারদৌস হাসানকে বড়লেখা থানায় ও শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেনকে জুড়ী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে, গত ২০ সেপ্টেম্বর বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদারকে শ্রীমঙ্গল থানার নতুন ওসি হিসেবে বদলি করা হয়।