
কাঠালিয়া(ঝালকাঠি)শিক্ষানবিশ প্রতিনিধি
কাঠালিয়া উপজেলার আবহাওয়া পরিস্থিতি বর্তমানে খুবই তীব্র আকার ধারণ করেছে, বর্তমান তাপমাত্রা ৪০ ডিগ্রীর উপরে জনজীবনে কোন স্বস্তি নেই বেলা বাড়ার সাথে সাথে বাজার ঘাট দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে পুরো রাস্তা মানুষ যে যার মত ঘরে নিরাপদ আশ্রয় থাকছেন, কর্মহীন হয়ে পড়ছেন শ্রমজীবী মানুষ! অটোচালক মোঃ বেলাল মিয়াকে জিজ্ঞাসা করলে তিনি বলেন প্রচন্ড গরমে যেমন আমি পারছি না গাড়ি চালাতে তেমনি রাস্তায়ও লোকজন বের হচ্ছে না কিভাবে যে সংসার চলবে! তার উপরে কিস্তির টাকা অনেক ছেলে-মেয়ে তীব্র গরমের কারণে পানিতে ঘন্টার পর ঘন্টা নেমে জিয়াল দিয়ে থাকছে, হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায় তীব্র গরমের কারণে ঠান্ডা জনিত রোগ এবং জ্বর ডায়রিয়ার প্রকোপ আগের চেয়ে অনেক বেড়ে গেছে দেখা দিয়েছে এলার্জি ও চর্মরোগ এই সময় শিশুদের ও বৃদ্ধদের প্রতি আলাদাভাবে যত্ন নেয়ার কথা বলা হয়েছে
এছাড়াও রহমতের বৃষ্টির জন্য জায়গায় জায়গায় খাজে খানা নামক দোয়ার আয়োজন করা হয়েছে এবং আল্লাহর কাছে প্রার্থনা করা হচ্ছে যাতে দ্রুত আল্লাহতালা রহমতের বৃষ্টি দিয়ে জনমনে শান্তি দেন