জিহাদ হাসান,জাজিরা(শরিয়তপুর)বিশেষ প্রতিনিধি
সারাদেশে দাবদাহে অতিষ্ঠ্য জনজীবন। শরীয়তপুরের জাজিরাতেও তার তিব্র প্রভাব দেখা গেছে। এতে বেড়েছে হিট স্টক সহ পানিশূন্যতা জনিত সমস্যার প্রবণতা। এসময় তৃষ্ণার্ত মানুষের কথা বিবেচনায় রেখে সমবার
(২৯এপ্রিল) জাজিরা উপজেলার আক্কেল মাহমুদ মুন্সি কান্দী যুব সমাজের উদ্যোগে পথচারীদের মাঝে খাওয়া উপযোগী বিশুদ্ধ পানি বিতরণ করেন।
সমবার তাপমাত্রা ৪০ ডিগ্রি হলেও অনুভবযোগ্য তাপমাত্রা ৪৪ ডিগ্রি বলে জানিয়েছে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট ও এ্যাপগুলো। তীব্র এই গরমে যখন জনজীবন অতিষ্ঠ তখন পথচারীদের জন্য বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা করেছন আক্কেল মাহমুদ মুন্সি কান্দী যুব সমাজ
দিনমজুর, খেটে খাওয়া মানুষ, পথচারী শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে বিনামূল্যে বিশুদ্ধ পানি খাওয়ায় তারা। সম বার (২৯এপ্রিল) সকাল থেকে সরকারি জাজিরা মোহর আলির সামনে ফ্রিতে পানি পান করছেন পথচারীরা। গরমে পথে চলাচলকারী মানুষ তৃষ্ণা মেটাতে আগ্রহ নিয়ে পান করছেন এ পানি।সাধারন মানুষ পান
করে জানান, আমরা অনেকদূর হেঁটেছি। আরো হেঁটে বাড়ি ফিরব। কাজে বের হয়েছিলাম। এই গরমে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তবে কোথায় সেভাবে বিশুদ্ধ পানি না পাওয়ায় পান করিনি। এখানে দেখলাম বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছন আক্কেল মাহমুদ মুন্সি কান্দী যুব সমাজ । ফ্রিতে পানি পেয়ে পান করলাম। বিশুদ্ধ খাবার পানি পানের ব্যবস্থা দেখে আমরা খুশি হয়েছি। প্রাণভরে ঠান্ডা পানি পান করেছি। ভ্যান চালক রহিম বলেন, এই গরমে ভ্যান চালিয়ে গলা শুকিয়ে যাওয়ার পর চোখের সামনে ফ্রিতে পানি পানের ব্যবস্থা দেখে পরপর তিন গ্লাস পানি খেয়েছি। যারা এই গরমে আমাদের জন্য ঠান্ডা খাবার পানির ব্যবস্থা করেছেন তাদের অল্লাহ ভালো রাখুন এই দোয়া করি। প্রচণ্ড তাপদাহে শহরে পথচারী, তৃষ্ণার্ত শ্রমজীবী মানুষদের পিপাসা লাঘবের জন্য আমরা আক্কেল মাহমুদ মুন্সি কান্দী যুব সমাজের পক্ষে এই উদ্যোগ নিয়েছি। আশা করব সকলে এভাবে তৃষ্ণার্ত মানুষের পাশে এসে দাঁড়াবো