প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৫, ৭:৩০ পি.এম
তেঁতুলিয়ায় ভিটামিন এ+ ক্যাপসুলের ক্যাম্পেইনের এডভোকেসি সভা অনুষ্ঠিত

আহসান হাবিব ,তেঁতুলিয়া(পঞ্চগড়)বিশেষ প্রতিনিধি:
তেঁতুলিয়ায় ভিটামিন এ+ ক্যাপসুলের ক্যাম্পেইনের এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১১মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ শাকিল আহম্মেদ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো খয়রুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক জয়শ্রী রায়, উপজেলা স্বাস্থ্য স্যানেটারী ইন্সপেক্টর ফেরদৌসি বেগম,উপজেলা স্বাস্থ্য এইচ আই জমির উদ্দীন,উপজেলা স্বাস্থ্য ভারপ্রাপ্ত এম টি ই পি আই আজিজার রহমান, উপজেলা স্বাস্থ্য পরিসংখ্যান কিসমেতারা জাহান ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
ডাঃ শাকিল আহম্মেদ জানান, রাতকানা রোগ থেকে মুক্তির লক্ষ্যে ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুর জন্য অতি জরুরী একটি ভিটামিন। ভিটামিন এ প্লাস এর অভাবে দৃষ্টিশক্তি হারায়। তিনি আরো জানান শতভাগ শিশুর দৃষ্টিশক্তি সঠিক এবং রাতকানা রোগ মুক্ত করার লক্ষ্যে আগামী ১৫ মার্চ শনিবার উপজেলার ৭টি ইউনিয়নে ১৬৮ টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।উপজেলায় ১থেকে৫ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৫ হাজার ৭শত জন,১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ২০ হাজার ৫শ জন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত