বাড়িময়মনসিংহ বিভাগজামালপুর জেলাতেঘরিয়া এফ কে, টি, এস, এস, কে, এ দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া...

তেঘরিয়া এফ কে, টি, এস, এস, কে, এ দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান

ইয়াসিন আরাফাত মাদারগঞ্জ (জামালপুর)নিজস্ব প্রতিনিধি
তেঘরিয়া এফ কে, টি, এস, এস, কে, এ দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া, প্রতিযোগিতা  ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোজঃ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে  বার্ষিক ক্রীড়া, প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  অত্র  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাদির শাহ্, উপজেলা নির্বাহী অফিসার মাদারগঞ্জ, জামালপুর।    সঞ্চালনায় : সহকারী শিক্ষক   মাওলানা : মো:  শাহীনুর রহমান, প্রধান   অতিথি হিসেবে  বক্তব্য রাখেন,   বীর মুক্তিযোদ্ধা শাহ্  মো: মজনু মিয়া, আহ্বায়ক বিএনপি ও সাবেক সফল চেয়ারম্যান, ১ চর পাকেরদহ ইউনিয়ন পরিষদ, ।  বিশেষ  অতিথি হিসেবে  বক্তব্য রাখেন মাও: মোঃ জাহাঙ্গীর আলম , সাবেক সহকারী শিক্ষক  তেঘরিয়া এফ কে, টি, এস, এস, কে, এ দাখিল মাদরাসা,  সভার মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন,  ঢাকা আল মাহি ইন্টারন্যাশনাল  এর নির্বাহী পরিচালক  বিশিষ্ট ব্যবসায়ী আলাল মোল্লা,  উদ্ধোধক:  কৃষিবিদ শাহ্ মামুনুল আহাদ,  ফিল্ডটিস লিডার ও সদস্য  অ্যাসোসিয়েশন, তেঘরিয়া সাহেদ আলী হাইস্কুল এন্ড  কলেজ, 
শুভেচ্ছান্তে: আলহাজ্ব মাওলানা আব্দুল বারী, সুপার তেঘরিয়া এফ, কে, টি, এস, এস, কে, এ দাখিল মাদরাসা।
ক্রীড়া প্রতিযোগিতায় ডিসপ্লে ও শরিরচর্চা  শিক্ষক জনাব,  মো: হেলাল মিয়ার নেতৃত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
 এ সময়  আরও  উপস্থিত থাকেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষিকা,শিক্ষার্থী ও দর্শকবৃন্দ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments