বাড়িঅন্যান্যত্রাণের অভাব হবে না, সরকার বন্যার্তদের পাশে আছে : এমপি মানিক

ত্রাণের অভাব হবে না, সরকার বন্যার্তদের পাশে আছে : এমপি মানিক

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বন্যা দূর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

১৯ মে বৃহস্পতিবার দিনব্যাপী দুই উপজেলার বিভিন্ন বন্যা দূর্গত এলাকায় ত্রাণ বিতরণকালে এমপি মানিক বলেন, বন্যাকবলিত মানুষের পাশে আছে শেখ হাসিনার সরকার। সরকারের নিকট পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী মজুত আছে, কোন সমস্যা হবে না। যত ত্রাণ সামগ্রী প্রয়োজন হবে চাহিদা অনুযায়ী সরবরাহ করা হবে, কেউ না খেয়ে থাকবে না, ইনশাল্লাহ।

ত্রাণের পাশাপাশি নগদ অর্থ এবং ঘরবাড়ি পুনঃ নির্মাণের জন্য ঢেউটিন বিতরণের উদ্যোগ নেয়াও হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক, খামারী সবাইকে ত্রাণের আওতায় আনার ব্যবস্থা করা হবে।

সকাল সাড়ে ১০টায় দোয়ারাবাজার উপজেলা সদর মডেল উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বানবাসী মানুষের খোঁজ খবর নেন এমপি মানিক। এসময় আশ্রয় নেওয়া বন্যা দূর্গতরা তাদের ক্ষয়-ক্ষতির বিবরণ তুলে ধরেন। এরপর তিনি প্রধানমন্ত্রীর সরকারী ত্রাণ তহবিল থেকে বস্তা ভর্তি চাল-ডাল, তৈলসহ ত্রান বিতরণ করেন।

দুপুরে ছাতকের ফকিরটিলা সংলগ্ন বেঁধে পল্লী, ভাসমান হিজরা ও ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সাময়িক ভাবে আশ্রয় নেয়া বন্যার্তদের মধ্যে ত্রান বিতরণ করেন। দুটি উপজেলায় মোট চার শতাধিক অসহায় পরিবারের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

ত্রান বিতরণ কালে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভির আল আশরাফি চৌধুরী, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, দোয়ারাবাজারের এসিল্যান্ড ফায়সাল আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক, আব্দুল খালিক, ছাতক উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোশাহিদ আলী, দোয়ারাবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল হোসেন, ছাতক পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ইশতিয়াক রহমান তানভীর, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments