বাড়িময়মনসিংহ বিভাগময়মনসিংহ জেলাত্রিশাল প্রেসক্লাবে বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও প্রয়াত সদস্যদের মাগফেরাত কামনায় দোয়া

ত্রিশাল প্রেসক্লাবে বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও প্রয়াত সদস্যদের মাগফেরাত কামনায় দোয়া

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও ত্রিশাল প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের বিদেহী আত্বার মাগফেরাত কামনায় কুরআন খতম দোয়া বৃহস্পতিবার (২৭ মার্চ) ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 
ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও ত্রিশাল প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের বিদেহী আত্বার মাগফেরাত কামনায় কুরআন খতম দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, আলেম সমাজ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
বিশিষ্টজনদের মাঝে অংশ গ্রহণ করেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ও গবেষণা প্রতিষ্ঠান চেইঞ্জ ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন খান, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল আলম খসরু, ময়মনসিংহ মহানগর জামাতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, পৌর বিএনপির সভাপতি আলেক চান দেওয়ান, সাধারন সম্পাদক মোশাররফ হোসাইন মিলন, উপজেলা জামায়েতের আমির আব্দুল্লাহ হিল বাকী নোমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শামীম, জেলা খেলাফত মজলিশের সভাপতি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মাও. সাইফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজ নোমান।
ইফতার পূর্বে মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments