
কুমারখালী(কুষ্টিয়া)প্রতিনিধি
০৯/১১/২০২৪ ও ১০/১১/২০২৪ তারিখ বিশেষ অভিযান পরিচালনা কালে খোকসা থানা কুষ্টিয়া কর্তৃক নিয়মিত মামলা, খোকসা থানার মামলা নং-৩/১০৮, তারিখ-১৯/০৮/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/ ৪৪৮/১৪৯/৩৩২/৩৩০/ ৩৫৩/৩০৭/৩৭৯/৩৮০/ ৪৩৫/৪৩৬/৪২৭/৫০৬(২) পেনাল কোড ১৮৬০ তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) এর আসামী ১। আমিরুল ইসলাম ব্যারিষ্টার (৫৪), পিতা- মৃত শের আলী, সাং-খোকসা থানাপাড়া, পদবীঃ- খোকসা পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, ২। মোঃ সামসুজ্জামান @ দীন মেলেটারী (৬০), পিতা-মৃত মোজাহার আলী বিশ্বাস, সাং-মোড়াগাছা, পদবীঃ-খোকসা উপজেলা কৃষক লীগের সেক্রেটারী, ৩। মোঃ মাহাতাব উদ্দিন (বর্তমান মেম্বার) (৫২), পিতা- মৃত তেজারত আলী, সাং-উত্তর শ্যামপুর, পদবীঃ-জয়ন্তীহাজরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, ৪। আব্দুল খালেক (৫০), পিতা-মৃত মোজাহার আলী, সাং-হেলালপুর, পদবীঃ-খোকসা ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী, ৫। মোঃ মোজাইদুল ইসলাম বাবলু @ তেল বাবলু (৫৪), পিতা- মৃত কালাম সরোয়ার, সাং-খোকসা থানাপাড়া, পদবীঃ- খোকসা উপজেলা আওয়ামীলগের সাংগঠনিক সম্পাদক, ৬। কাউছার প্রামানিক (৪০), পিতা- নবির উদ্দিন প্রামানিক, সাং- গোসাইডাঙ্গী, পদবীঃ-আমবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, ৭। রবিউল ইসলাম (৬০), পিতা- মৃত কাজেম আলী, সাং- ধোকরাকোল, পদবীঃ-আমবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, ৮। অলিউজ্জামান রহমান পিয়ার (৩৮), পিতা- মৃত আনিসুজ্জামান, সাং-গোসাইডাঙ্গী, পদবীঃ-আমবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সদস্য, সর্বথানা-খোকসা, জেলা-কুষ্টিয়াগনদের গ্রেফতার করা হয়েছে।