বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগদক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগধেশ্বরী ও গঙ্গা মন্দিরে বারুণী স্নান উপলক্ষে মহানাম...

দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগধেশ্বরী ও গঙ্গা মন্দিরে বারুণী স্নান উপলক্ষে মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

প্রকাশ দত্ত , রাউজান (চট্টগ্রাম):
চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান পশ্চিম গশ্চি এলাকার ঐতিহ্যবাহী দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগধেশ্বরী ও গঙ্গা মন্দিরে বারুণী স্নান উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ,  চতুষ্প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।
মন্দিরের উৎসব পরিচালনা পরিষদের উদ্যোগে ২৬ ও ২৭ মার্চ দুই দিনব্যাপী ধর্মীয় আয়োজনের মধ্যে ছিল -মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে গঙ্গাপূজা,
গঙ্গাস্নান,মাতৃপূজা,
শুভ অধিবাস,অন্নপ্রসাদ বিতরণ ও সকাল-সন্ধ্যা হরিনাম সংকীর্তন।
বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি দীপক গুপ্ত, সাধারণ সম্পাদক লিটন মহাজন(লিটু)।
এতে আরো উপস্থিত ছিলেন টিটু তালুকদার,সমীর চন্দ্র দে,রিটন মহাজন,পুনম তালুকদার,তসলিম উদ্দিন, মোঃ মানিক,রিটু তালুকদার, দীপংকর তালুদার,অঞ্জন বিশ্বাস, কাঞ্চন দাশ,সুব্রত দে,জিতু চৌধুরী প্রমূখ।
বারুনী স্নানের তাৎপর্য তুলে ধরেন বিশিষ্ট গীতাপাঠক,
ভাগবতীয় বক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডাঃ সুপণ বিশ্বাস ।
উক্ত ধর্মীয় অনুষ্ঠানে দূরদূরান্ত হতে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments