বাড়িঅন্যান্যদর্শনার্থীদের জন্য ৬-৭ অক্টোবর বন্ধ থাকবে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স

দর্শনার্থীদের জন্য ৬-৭ অক্টোবর বন্ধ থাকবে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স

আগামী অক্টোবর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। 

জেলা তথ্য অফিসার মঈনুল ইসলাম জানিয়েছেন, আগামী অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া আসছেন। তার আগমন উপলক্ষে সমাধি সৌধ কমপ্লেক্সের নিরাপত্তা ধোয়া মোছাসহ বিভিন্ন সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  এই দুদিন বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে না আসতে দর্শনার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা সিদ্ধান্তের কথা নিশ্চিত করে জানিয়েছেনআগামী অক্টোবর থেকে আগের নিয়মে দর্শনার্থীরা বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে প্রবেশ করতে পারবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments