
মোঃ ইনামুল হক, বদরগঞ্জ(রংপুর)শিক্ষানবিশ প্রতিনিধিঃ
রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৪ বিষ্ণুপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি সান্নিধ্য শাহ্ এবং সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ মামুন শাহ্ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ বুধবার ২২ জানুয়ারী/২৫ বাংলাদেশ ছাত্রদল, বদরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আপেল মাহামুদ ও সদস্য সচিব মাইনুল হাসান রাব্বি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বদরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আপেল মাহমুদ দৈনিক প্রথম বাংলাকে সংবাদ বিজ্ঞপ্তি ও দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি সান্নিধ্য শাহ্ ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন শাহ্ কে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আপেল মাহমুদ ও সদস্য সচিব মাইনুল হাসান রাব্বি এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
গত মঙ্গলবার রাতে বদরগঞ্জ উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের বেলতলা নামক গ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া কে কেন্দ্র করে, ছাত্রদলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।এতে অন্তত তিন জন আহত অবস্থায় বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ ঘটনার জেরে তাঁদের বহিষ্কার করা হয়।