বাড়িবাংলাদেশেদহগ্রাম বাসীর স্বপ্ন বুড়িমারী এক্সপ্রেস ট্রেন পেলেও, চলে না বুড়িমারী ষ্টেশন থেকে,...

দহগ্রাম বাসীর স্বপ্ন বুড়িমারী এক্সপ্রেস ট্রেন পেলেও, চলে না বুড়িমারী ষ্টেশন থেকে, সচেতন জনগণের রেল অবরোধ কর্মসূচি পালন।

রুমন হোসেন জিলহজ্ব,লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা রেল স্টেশনে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে চলাচলের দাবিতে হাতীবান্ধা সচেতন জনগণের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর) দুপুর আড়াইটা সময় হাতীবান্ধা রেলস্টেশনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, লালমনিহাট জেলাবাসীর দীর্ঘ প্রতীক্ষার পর বুড়িমারী-ঢাকা রেলরুটে চলতি বছরে ১২ মার্চ বুড়িমারী রেলস্টেশন থেকে যাত্রা শুরু করেছে আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’।

উদ্বোধনের ৭ মাস পেরিয়ে গেলেও বুড়িমারী রেলস্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচল করছে না। উদ্বোধনের পর থেকেই লালমনিরহাট রেলস্টেশন থেকে ঢাকার রুটে চলাচল করে। অত্র এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেল স্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচল করবে।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বুড়িমারী নামে নামকরণ হলেও বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেল স্টেশন থেকে ছেড়ে যায় না। হাতীবান্ধা,পাটগ্রাম ও বুড়িমারী মানুষের দাবি খুব দ্রুত বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি ঢাকা রুটের চলাচল করবে।

আন্দোলনরত অবস্থায় সচেতন নাগরিকের অবস্থান কর্মসূচিতে লালমনিহাট রেল বিভাগীয় ব্যবস্থাপক মো. আ: সালাম আশ্বাস দেন য়ে, আগামী তিন মাসের মধ্যে বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে সরাসরি চালু করা হবে।

অবস্থান কর্মসূচিতে সচেতন জনগণের পক্ষের আহ্বায়ক ফিরোজ হোসেনের নেতৃত্বে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন কমরেড শওকত হোসেন, সিনিয়র সাংবাদিক কাজী আলতাফ হোসেন, সিনিয়ার সাংবাদিক আসাদুজ্জামান সাজু, সাংবাদিক আব্দুর রহিম, সাংবাদিক রবিউল ইসলাম রবি, সাংবাদিক নজরুল ইসলাম, প্রভাষক ফারুক হোসেন, চঞ্চল পাটোয়ারী ও আব্দুর রাজ্জাক সবুজ . ছাত্র সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাওহীদ ইসলাম, নুর-ইসলাম তরন, সাঈদ আল শিহাব প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউজ বিজয়২৪ ডট কম পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক মো. ফারুক হোসেন নিশাত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments