
মোঃ আমিরুল ইসলাম আকন।দাগনভূঁইয়া(ফেনী) শিক্ষানবিশ প্রতিনিধি:
১৭ নভেম্বর ভোর ৭ টায় , দাগনভূঁইয়া উপজেলার ৩ নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ডেউয়ালিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মাদক মজুদ করার খবর পাওয়া যায়। এ সময় দাগনভূঞায় কর্মরত ক্যাপ্টেন এস এম শাহরিয়ার রহমানের নেতৃত্বে সেনা দল ফেনী সদরের ডিএনসি প্রতিনিধি ১০ সহ যৌথ অভিযান পরিচালনা করে, ঘটনাস্থল থেকে ৩৪৫ পিস ইয়াবা এবং ২০গ্রাম গাঁজাসহ আবু আহমেদ ও আবু জাহেদ রিপন কে আটক করে। এ সময় তাদের কাছে ফুয়েল পেপার রোল, স্থানীয়ভাবে তৈরি কলকি, পাইপ পাওয়া যায় । আটকের পর অভিযুক্ত ও জব্দকৃত জিনিসপত্র আনুষ্ঠানিকতার জন্য ডিএনসির কাছে হস্তান্তর করা হয়।